'মন্নত'এর গণেশ পুজোর ছবি পোস্ট করলেন শাহরুখ

 ঘটা করেই 'মন্নত'এ গণেশ পুজোর আয়োজন করেন শাহরুখ-গৌরী।

Updated By: Sep 13, 2019, 03:47 PM IST
'মন্নত'এর গণেশ পুজোর ছবি পোস্ট করলেন শাহরুখ

নিজস্ব প্রতিবেদন: ইদের পাশাপাশি প্রত্যেকবারই শাহরুখের 'মন্নত'এ প্রত্যেকবছরই ঘটা করে গণেশ পুজোর আয়োজন করা হয়। এবারও তার অন্যথা হয় নি। এবারও ঘটা করেই 'মন্নত'এ গণেশ পুজোর আয়োজন করেন শাহরুখ-গৌরী।

বৃহস্পতিবারই ছিল গণেশ বিসর্জন বা অনন্ত চতুর্দশী। গণেশ উৎসবের শেষে গণপতি বাপ্পাকে বিদায় জানিয়েছেন শাহরুখ-গৌরী পুত্র ছোট্ট আব্রাম। গণেশকে বিদায় জানিয়ে ফের আগামী বছর তাঁকে বাড়িতে আনার প্রতিশ্রুতি করল ছোট্ট আব্রাম। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাহরুখ নিজেই। ক্যাপশানে শাহরুখ লেখেন, ''পূজো শেষ, বিসর্জনও শেষ, গণপতি বাপ্পা মোরিয়া।'' শাহরুখের পোস্ট করা ছবিতে যেখানে গণপতি বাপ্পার সামনে ছোট্ট আব্রামকে বসে থাকতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন-শেষ থেকে শুরু! আসতে পারে 'গেম অফ থ্রোনস'এর প্রিকুয়েল

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

বৃহস্পতিবার সন্ধেয় গণেশ বিসর্জনে অংশ নেয় শাহরুখ, গৌরী, সুহানা ও ছোট্ট আব্রাম। 

তবে শুধু ইদ ও গণপতি উৎসবই নয়, শাহরুখ-গৌরীর মন্নতে কিছুদিন আগে জন্মাষ্টমীও সেলিব্রেট করা হয়েছিল। 

আরও পড়ুন- পুজোর গানে যোগিনীর বেশে শুভশ্রী, থাকছেন মিমি, নুসরতও

.