হোটেলে ডেকে জাপটে ধরে চুমু খেয়েছেন আমাকে, আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার নয়া অভিযোগ

তুষিতা জানান, ১৯৯২ সালে ইংরেজি সংবাদপত্রে কাজ করার সুবাদে কলকাতায় সাক্ষাত হয়েছিল এমজে আকবরের সঙ্গে। সে সময় সাংবাদিকতা ছেড়ে সবে মাত্র রাজনীতিতে ঢুকেছেন এমজে আকবর

Updated By: Oct 16, 2018, 05:58 PM IST
হোটেলে ডেকে জাপটে ধরে চুমু খেয়েছেন আমাকে, আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার নয়া অভিযোগ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বিদেশ প্রতিমন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তালিকায় জুড়ল আরও একটি নাম। আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থা, অভব্য আচরণের অভিযোগ আনলেন সাংবাদিক তুষিতা প্যাটেল-ও। এই নিয়ে বিদেশ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন ১৪ জন মহিলা। সংবাদমাধ্যম স্ক্রল-এ প্রকাশিত এক প্রতিবেদনে খোলা চিঠির আকারে তুষিতা অভিযোগ করেছেন, একাধিকবার আকবরের দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছেন তিনি। বিভিন্ন সময়ে কখনো হোটেলে ডেকে কখনো অফিসের রুমে আকবর তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছেন বলে অভিযোগ।

আরও পড়ুন- 

উল্লেখ্য, প্রাক্তন সাংবাদিক তথা মোদীর প্রতিমন্ত্রী আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন আরও ১৩ সাংবাদিক। এঁরা হলেন প্রিয়া রামানি, কণিকা গেহলোত, মাজলি ডি পুই কাম্প, রুথ ডেভিড, কাদম্বরী এম ওয়াড়ে, সুতাপা পাল, অঞ্জু ভারতী, গাজালা ওয়াহাব, প্রেরণা সিং বিন্দ্রা, সুমা রাহা, সুপর্ণা শর্মা, সাবা নাকভি এবং মালিনি ভুপতা। এখন নতুন করে যোগ হল তুষিতা প্যাটেলের নাম।

তুষিতা জানান, ১৯৯২ সালে ইংরেজি সংবাদপত্রে কাজ করার সুবাদে কলকাতায় সাক্ষাত হয়েছিল এমজে আকবরের সঙ্গে। সে সময় সাংবাদিকতা ছেড়ে সবে মাত্র রাজনীতিতে ঢুকেছেন এমজে আকবর। তুষিতার দাবি, প্রথম সাক্ষাত্ হওয়ার পরও তাঁকে টেলিফোন করে বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করতে হোটেলে ডাকেন আকবর। তুষিতা বলেন, শুধুমাত্র অন্তর্বাস পরে ঘর থেকে বেরিয়ে এসে তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন আকবর। এক ২২ বছরের তরুণীর সামনে খ্যাতিনামা সাংবাদিক তথা জনপ্রতিনিধির এমন মূর্তি আশা করা যায় না বলে মন্তব্য করেছেন তুষিতা।

আরও পড়ুন- ভোটের আগেই কেন যৌন হেনস্থার অভিযোগ! আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আকবরের

এর পরের বছর হায়দরাবাদে আরও একটি ইংরেজি দৈনিক সংবাদপত্রে সিনিয়র সাব এডিটর হিসাবে কাজ শুরু করেন তুষিতা। সেই সংস্থার এডিটর ছিলেন এম জে আকবর। কাজের সূত্রে তুষিতাকে হোটেলে তলব করেন আকবর। সে দিন পৌঁছতে দেরি হলে তুষিতার সঙ্গে অভব্য আচরণ করেন। এমনকি তাঁকে জোর করে চুমুও খান আকবর। সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তুষিতা বলেন, সে দিন কাঁদতে কাঁদতে দৌঁড়ে পালিয়ে এসেছিলাম।। মহিলা সংবাদিকের আরও অভিযোগ, পরের দিন অফিসে আকবরকে এড়িয়ে যাওয়ার কারণে রীতিমতো অপমান করেন তুষিতাকে। এরপর তাঁকে কনফারেন্স রুমে ডেকে নিয়ে গিয়ে ফের জোর করে চুমু খান আকবর। 

আরও পড়ুন- 'মি টু' ঝড় অস্বস্তি বাড়াল রাহুলের জন্য, বিড়ম্বনায় কংগ্রেস

তুষিতা বলেন, এ দিন এতটাই আঘাত পেয়েছিলাম, নিজেকে ভীষণ পরাজিত, দিশাহারা মনে হচ্ছিল। বাথরুমে গিয়ে চোখের জল মুছে ফের চাঙ্গা হয়ে নিজের কাজ শেষ করি। তুষিতা হুঁশিয়ারি দিয়ে বলেন, মিথ্যে বলা বন্ধ করুন আকবর। কাচের ঘরে আপনার হাতে নিগৃহীত হওয়া ঘাজালা ওয়াহাব একমাত্র মহিলা নন, আরও অনেকে রয়েছেন। আদালতে এই লড়াইয়ে তাঁদের পাশে রয়েছেন বলে জানান সাংবাদিক তুষিতা প্যাটেল।

.