WB Assembly Election 2021: ভোটে Star প্রচারকদের নিরাপত্তা বিধি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি EC-র

ওই নির্দেশিকায় বলা হয়েছে যে কোনও রকমের ঝুঁকি এড়াতে সিকিউরিটি প্রোটকল(Security Protocol) মেনে চলতে হবে

Updated By: Mar 14, 2021, 11:52 PM IST
WB Assembly Election 2021: ভোটে Star প্রচারকদের নিরাপত্তা বিধি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি EC-র

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত পাওয়ার পর অত্যন্ত কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে জেলার এসপি ও ডিএমকে। এরপর রাজ্যে তারকা প্রচারকদের উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করে নিরাপত্তাজনিত নিয়মকানুন মেনে চলতে বলল নির্বাচন কমিশন।

আরও পড়ুন-'প্রচন্ড অপমানিত', BJP ছাড়লেন Sovan-Baishakhi

ওই নির্দেশিকায় বলা হয়েছে যে কোনও রকমের ঝুঁকি এড়াতে সিকিউরিটি প্রোটকল(Security Protocol) মেনে চলতে হবে।  প্রচারে গাড়ি বা কপ্টার ব্যবহারের সময়েও মানতে হবে নিরাপত্তা বিধি। যেসব ভিভিআইপি জেড প্লাস(Z plus) সিকিউরিটি পান তাদের কেন্দ্রের নির্দেশ মেনে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে হবে।

আরও পড়ুন-দু'দিন আগে মোর্চা ছেড়েই মিলল BJP-র টিকিট, জেলা সভাপতির বাড়ি ঘিরে তুলকালাম সমর্থকদের

কমিশনের তরফে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে কিছু স্টার প্রচারক ভোটের প্রচারে গিয়ে নিরাপত্তা বিধি মানছেন না। ফলে তাদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি থেকে যাচ্ছে। যেসব রাজনীতিবিদ সরকারি নিরাপত্তা পান তাদের নিরাপত্তা সংস্থার বিধিনিষেধ মেনে চলতে হবে। কমিশনের  এই নির্দেশিকা সব রাজনৈতিক দলকে ফের জানানো হবে।

.