First 'Brain' Computer: নুন আর জল দিয়ে বিজ্ঞানীরা তৈরি করে ফেললেন বিশ্বের প্রথম 'ব্রেন কম্পিউটার'!

First 'Brain' Computer: শুধু জীববিজ্ঞানী বা শারীরবিজ্ঞানীদের আওতাতেই থাকল না মস্তিষ্ক; পদার্থবিদরাও ব্রেন নিয়ে কৌতূহলী হয়ে পড়লেন। কেন?

| May 01, 2024, 14:13 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মস্তিষ্ক মানবশরীরের সব থেকে জরুরি অঙ্গ। সব চেয়ে জটিলও। এবার আর শুধু জীববিজ্ঞানী বা শারীরবিজ্ঞানীদের আওতাতেই থাকল না এই মস্তিষ্ক; এবার পদার্থবিদরাও ব্রেন নিয়ে কৌতূহলী হয়ে পড়লেন। কেন?

1/6

ব্রেন-লাইক কম্পিউটার

আসলে তাঁরা ব্রেন-লাইক কম্পিউটার তৈরি করতে গিয়েই মানবমস্তিষ্ক নিয়ে আগ্রহী হয়ে পড়েছেন। 

2/6

মানবমস্তিষ্কে জল-নুন

বিজ্ঞানীরা বলছেন, যদি মানবমস্তিষ্কে জল ও নুন ব্যবহার করেই সমস্ত জৈব কাজ সমাধা হতে পারে, তবে কম্পিউটারেই-বা নয় কেন? 

3/6

বিশ্বের প্রথম

যেমন ভাবা, তেমন কাজ। জল ও নুন ব্যবহার করে তাঁরা বানিয়ে ফেললেন বিশ্বের প্রথম 'ব্রেন কম্পিউটার'! 

4/6

একযোগে বিশ্ববিদ্যালয়

নেদারল্যান্ডসের উট্রেক্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক যোগে এই সংক্রান্ত গবেষণায় নেমেছে দক্ষিণ কোরিয়ার সোগাং বিশ্ববিদ্যালয়।

5/6

'প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স'

'প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স' জার্নালে এ সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

6/6

১৫০/২০০ মাইক্রোমিটার

সেখানে জানা গিয়েছে, বিজ্ঞানীরা ১৫০/২০০ মাইক্রোমিটার আকারের একটি ব্রেন-লাইক জিনিস তৈরি করতে সক্ষম হয়েছেন। যেখানে নুন ও জল দিয়ে তথ্য আদান-প্রদানের কাজটি প্রাথমিক ভাবে করা সম্ভব হয়েছে!