Bibaho Abhijaan: ‘আবার বিবাহ অভিযান’, শুরু শ্যুটিং, প্রকাশ্যে তারকাদের লুক

Nov 07, 2022, 21:23 PM IST
1/7

অঙ্কুশ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক অ্যাকশন ছবির ঘোষণা করছেন অঙ্কুশ হাজরা(Ankush Hazra)। মির্জার পর তিনি ঘোষণা করেন আগামী ছবি বেঙ্গল পুলিস। তবে এরই মাঝে তিনি ফিরছেন কমেডিতেও। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল কমেডি ‘বিবাহ অভিযান’। সেই ছবিরই সিক্যোয়েল তৈরি হচ্ছে। বিবাহ অভিযানের মতোই এই ছবিতেও মুখ্য চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরা, অনির্বান ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, নুসরত ফারিয়া ও সৌরভ দাসকে।  

2/7

সোহিনী

প্রথম ছবির শেষে দেখা গিয়েছিল জেলে যেতে হয়েছে অনির্বাণ ও প্রিয়াঙ্কাকে। সেখান থেকেই শুরু হতে দ্বিতীয় ছবি ‘আবার বিবাহ অভিযান’।  

3/7

অনির্বান

প্রথম ছবির মতোই এই ছবি হতে চলেছে আদ্যপান্ত মজায় মোড়া। বিবাহিত জীবন নিয়ে বিরক্ত হয়ে ঘুরতে যাওয়া আর সেখান থেকেই শুরু বিপত্তি। ছবির কাস্ট এক থাকলেও পরিবর্তন এসেছে ছবির পরিচালনায়।  

4/7

প্রিয়াঙ্কা

‘বিবাহ অভিযান’ পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত ও এই ‘আবার বিবাহ অভিযান’ পরিচালনা করবেন সৌমিক হালদার।  

5/7

রুদ্রনীল

সিনোমাটোগ্রাফার হিসাবে জনপ্রিয় নাম সৌমিক। তাঁর ক্যামেরার জাদুতে তিনি তৈরি করেছেন অনেক আখ্যান, এবার তিনি পরিচালকের আসনে। এটাই হতে চলেছে তাঁর প্রথম পরিচালিত ছবি।  

6/7

নুসরত ফারিয়া

আগে একবার এই ছবির শ্যুট শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে তা আটকে যায় গত সোমবার ছিল ছবির মহরত।  

7/7

সৌরভ

৮ নভেম্বর থেকে থাইল্যান্ডে শুরু হল ছবির শ্যুটিং। থাইল্যান্ড ছাড়া কলকাতাতেও ছবির বেশ কিছু অংশ শ্যুট হবে।