হে বন্ধু বিদায়! পৃথিবীর মায়া কাটিয়ে এবার চিরতরে সূর্যের পথে আদিত্য-এল১...

Aditya-L1: পৃথিবী থেকে এখন সৌরযানের দূরত্ব লক্ষাধিক কিলোমিটার। ঠিক চার মাস পরে সূর্য ও পৃথিবীর মাঝে পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে এল-১ পয়েন্টে পৌঁছবে 'আদিত্য-এল ১'। 

| Sep 20, 2023, 14:58 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চন্দ্রযানের পরে আবার সাফল্য ভারতের। এবার সৌরযান। এর সাফল্যের প্রথম ধাপটি সবে পেরনো গিয়েছে। এবার পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে বরাবরের জন্য সূর্যের পথ ধরল আদিত্য এল-১ সূর্যযান। পৃথিবী থেকে এখন সৌরযানের দূরত্ব লক্ষাধিক কিলোমিটার। চার মাস পরে, পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে এল-১ পয়েন্টে পৌঁছবে আদিত্য এল-১। ইসরো জানিয়েছে, ইসরোর বিভিন্ন স্টেশন থেকে সৌরযান আদিত্য-এল ১-কে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা।

1/7

আদিত্য-এল১

আদিত্য-এল১-এ সাতটি পেলোড রয়েছে। সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই পেলোড। করোনাল হিটিং, প্রি-ফ্লেয়ার এবং ফ্লেয়ার অ্যাক্টিভিটির মতো এই যন্ত্রগুলি মহাকাশের আবহাওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।

2/7

ইসরোর সৌরযান

করোনা সূর্যের একেবারের বাইরের স্তর। সোলার করোনাকে ভালো ভাবে দেখবে ইসরোর সৌরযান আদিত্য এল-১।

3/7

সারফেস এবং করোনা

সূর্যের সারফেস এবং তার উপরের স্তর করোনার মধ্যে তাপমাত্রার ফারাক বিস্তর। সারফেসের চেয়ে করোনার তাপমাত্রা অনেক-অনেক বেশি!

4/7

তাপমাত্রার তারতম্য

এই তাপমাত্রার তারতম্যও ঘটতে থাকে সবসময়। মুহূর্তে মুহূর্তে করোনার রং ও আকার বদলে যায়। 

5/7

প্রচণ্ড তেজের মোকাবিলা

সূর্যের করোনাকে দেখতে হলে সূর্যের প্রচণ্ড তেজের মোকাবিলা করতে হয়। 

6/7

সোলার অজারভেটরি

সেটা খুব সহজ নয়। এজন্য সূর্যের কাছাকাছি যেতে হবে, বা সোলার অজারভেটরি থেকে চেষ্টা করতে হবে।

7/7

সূর্যের ঘরে উঁকি

তবে আদিত্য-এল১ সূর্যের কাছে গিয়েই উঁকি মারবে সৌরসংসারে।