First Apple Mumbai Store: ক্রেতাদের স্বাগত জানালেন টিম কুক, দেশের প্রথম অ্যাপল স্টোর ঠিক কেমন?

 জিও ওয়ার্ল্ড ড্রাইভ মলে বিশ্বের অনেক নামজাদা ব্র্যান্ডের রিটেইল স্টোর রয়েছে। পথ চলতি মানুষকে আকৃষ্ট করতে, অ্যাপল তাদের চেনা-পরিচিত মেজাজে বার্তা দিচ্ছে – হ্যালো মুম্বই। শুধু কি তাই? স্টোর খোলার পর ভারতীয়রা অ্যাপল বিকেসি ওয়ালপেপার এবং বিশেষভাবে তৈরি প্লেলিস্ট অ্যাপল মিউজিক থেকে ডাউনলোড করা যাবে।  

Apr 17, 2023, 18:52 PM IST
1/7

Apple's First Store In Mumbai

Apple's First Store In Mumbai

অবশেষে অ্যাপল ভারতে খুলল তার প্রথম স্টোর। আর সেই স্টোরে ক্রেতাদের স্বাগত জানালেন খোদ সংস্থার সিইও টিম কুক। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে খুলল এই ফিজিক্য়াল স্টোর। 

2/7

Apple's First Store In Mumbai

Apple's First Store In Mumbai

এতদিন এদেশে নিজস্ব কোনও দোকান ছিল না বিশ্বের অগ্রণী প্রযুক্তি উদ্বাভাবনী সংস্থার। ভারতের বাজারে তাদের বিভিন্ন প্রোডাক্টের চাহিদা দেখে অনলাইন স্টোর খুলল অ্যাপল। 

3/7

Apple's First Store In Mumbai

Apple's First Store In Mumbai

ভারতে আইফোনের বিক্রি রেকর্ড ছুঁয়েছে। পাশাপাশি ভারত থেকে আইফোনের রফতানি থেকে বিলিয়ন ডলার আয় করছে অ্য়াপল। শুধু বম্বে নয় দিল্লিতেও খুলতে চলেছে অ্যাপলের দ্বিতীয় স্টোর। 

4/7

Apple's First Store In Mumbai

Apple's First Store In Mumbai

গ্রাহকদের জন্য স্টোর খোলার আগে ২০,০০০ বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত এই দোকানে একটি মিডিয়া প্রিভিউ হয়। আগামী ২০ এপ্রিল নয়া দিল্লির সাকেতে একই ধরনের সুবিধা যুক্ত স্টোর খুলছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন কুক।

5/7

Apple's First Store In Mumbai

Apple's First Store In Mumbai

অ্যাপলের এই স্টোর তাক লাগানোর মতো সুন্দর। হাতে তৈরি ত্রিভুজাকার কাঠের ছাদ যা কাচের সামনের অংশ ছাড়িয়ে বাইরের ছাউনির নীচে পর্যন্ত প্রসারিত। অ্যাপলের মতে, প্রতিটি টাইল ৪০৮ টি কাঠের টুকরা থেকে তৈরি করা হয়েছে, প্রতি টাইলে ৩১ টি মডিউল তৈরি করে মোট ১০০০ টি টাইল দিয়ে সিলিং তৈরি।

6/7

Apple's First Store In Mumbai

Apple's First Store In Mumbai

মুম্বাইয়ের স্টোরে ১০০ জনের একটি টিম কাজ করে। যারা প্রায় ২০টি ভাষায় কথা বলে। ক্রেতাদের স্বাগত জানানো হয় গাছের সারিবদ্ধ বসার জায়গা এবং ১৪ মিটার লম্বা স্টেইনলেস স্টিলের সিঁড়ি দ্বারা যা গ্রাউন্ড এবং ক্যান্টিলেভার্ড মেজানাইনের কাছে গিয়ে শেষ হয়েছে।

7/7

Apple's First Store In Mumbai

Apple's First Store In Mumbai

স্টোরের ভেতরের দেওয়ালের জন্য কোম্পানি বিশেষভাবে রাজস্থান থেকে পাথর আনিয়েছে এবং ৪.৫ লক্ষ কাঠের টুকরো দেওয়ালকে সজ্জিত করেছে। দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন তৈরির কোম্পানি ২০২০ সালে ভারতে তাদের অনলাইন স্টোর খুলে দিয়েছে। তবে অফলাইন এই প্রথম।