'বিয়ের জন্মদিন'এ কাছে নেই স্বামী আয়ুষ, কী লিখলেন সলমনের বোন অর্পিতা?

Nov 18, 2020, 18:51 PM IST
1/10

আয়ুষ শর্মার সঙ্গে বিয়ের পর টানা ৬ বছর কাটিয়ে ফেললেন সলমন খানের আদরের বোন অর্পিতা। ১৮ নভেম্বর, বুধবার অর্পিতা ও আয়ুষের 'বিয়ের জন্মদিন'। 

2/10

বুধবার ষষ্ঠ বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন অর্পিতা খান শর্মা ও আয়ুষ শর্মা। শেয়ার করেছেন একাধিক ছবি। 

3/10

অর্পিতা লিখেছেন, ''আমার বন্ধু হওয়া থেকে শুরু করে আমার স্বামী হওয়া পর্যন্ত, আমরা দুজনেই আমাদের এই যাত্রাপথটি উপভোগ করি।''

4/10

অর্পিতা লিখেছেন, ''আমি গর্বিত যে ৬ বছর আগে আমরা একসঙ্গে যাত্রাপথ শুরু করেছিলাম। তোমাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা রইল।''

5/10

অর্পিতা আরও  লিখেছেন, ''এই প্রথমবার আমরা বিবাহবার্ষিকীতে একসঙ্গে নেই, তবে আমি খুশি যে তুমি যা করতে চাও সেটা করতে পারছ।''

6/10

অর্পিতা আরও লিখেছেন, ''আরও অনেকবছর আমাদের সুখে, আনন্দে, ভালোবেসে ঝগড়া করে কাটাতে হবে। আজকের দিনে আমি তোমার অভাব ভীষণভাবে বুঝতে পারছি।''

7/10

অন্যদিকে স্ত্রী অর্পিতাকে শুভেচ্ছা জানিয়ে আয়ুষ লিখেছেন, ''শুভ বার্ষিকী আমার ভালবাসা। আমাদের বিবাহিত জীবন ৬ বছর পার করল, তবে আমার মনে হয়, আমি তোমাকে চিরকালই চিনি।'' 

8/10

আয়ুষ আরও লিখেছেন, ''ছোট ছোট মুহূর্তে শিশুদের মত তোমার উত্তেজনা আমায় আনন্দ দেয়। তোমার মত জীবনসঙ্গী পেয়ে আমি খুশি।''

9/10

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৮ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন অর্পিতা খান শর্মা ও আয়ুষ। আহিল ও আয়াত, এক পুত্র ও কন্য সন্তানকে নিয়ে তাঁদের সুখের সংসার।  

10/10

প্রসঙ্গ এই মুহূর্তে সলমনের ভগ্নীপতি আয়ুষ শর্মা তাঁর আগামী ছবির শ্যুটিং করছেন, আর সেকারণেই তিনি মুম্বইয়ে বাইরে রয়েছেন।