Apple: Big leak! বাজারে আসার আগেই ফাঁস iPhone 13 সিরিজের চারটি ফোনের দাম

সম্ভবত, ১৪ সেপ্টেম্বর প্রকাশ্য়ে আসতে চলেছে Apple iPhone 13। 

Sep 09, 2021, 07:06 AM IST
1/7

iPhone 13

iPhone 13

নিজস্ব প্রতিবেদন: ১৪ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার স্ট্রিমিং ইভেন্টে সম্ভবত প্রকাশ্য়ে আসতে চলেছে অ্যাপেলের (Apple) ব্র্যান্ড নিউ iPhone 13। ওই দিন iPhone 13 সিরিজের চারটি ফোন প্রকাশ্যে আনতে পারে সংস্থাটি। Apple-এর যেকোনও ফোনের দাম নিয়ে বিশ্বব্যাপী একটা কৌতূহল থাকেই। এবারও একই অবস্থা। সেজন্য অত্যন্ত সতর্ক Apple। তবে অতি সতর্ক হয়েও সম্ভবত শেষ রক্ষা হল না। Apple Hub- নামে একটি ব্লগিং সাইট সাইট দাবি করছে, বাজারে আসার আগেই iPhone 13-এর দাম ফাঁস করে দিয়েছে তারা। 

2/7

Apple-এর চার উপহার

 iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max, iPhone 13 Mini

১৪ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার স্ট্রিমিং ইভেন্টে সম্ভবত  iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max এবং iPhone 13 Mini ফোনগুলি বাজারে আনতে চলেছে Apple। তবে তার আগেই প্রকাশ্যে এল ফোনগুলির দাম ও ফিচার।

3/7

iPhone 13 Mini

iPhone 13 Mini

iPhone 13 Mini ফোনটির দাম হতে পারে ৬৯৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৫১ হাজার ৩১৪ টাকা। 

4/7

iPhone 13

 iPhone 13

iPhone 13-এর দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৫৮ হাজার ৬০০টাকা। 

5/7

iPhone 13 Pro

iPhone 13 Pro

iPhone 13 Pro-এর দাম হতে পারে ৯৯৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৭৩ হাজার ৩০০টাকা। 

6/7

iPhone 13 Pro Max

iPhone 13 Pro Max

iPhone 13 Pro Max ফোনটির দাম হতে পারে ১,০৯৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৮০ হাজার ৬৭৯টাকা। 

7/7

আর কী কী থাকছে iPhone 13 সিরিজে?

iPhone 13 vs iPhone 13 Pro vs iPhone 13 Pro Max vs iPhone 13 Mini

ট্যাক্সের কারণে ভারতে দামের একটু হেরফের হতে পারে। iPhone 13 সিরিজের মধ্যে 13 Pro Max-এই সবচেয়ে বেশি সুবিধা রয়েছে। এটায় সম্ভবত থাকতে পারে ৬.৭ ইঞ্চি OLED 120Hz ডিসপ্লে। iPhone 13 ফোনটিতে থাকতে পারে ৬.১ ইঞ্চি OLED ডিসপ্লে। প্রতিটি ফোনেই থাকতে পারে  A15 Bionic চিপসেট এবং 5G সুবিধা। iPhone 13 Pro Max-এ থাকতে পারে 1TB স্টোরেজের সুবিধা এবং 25W-এর ফাস্ট চার্জিং প্রযুক্তি।