Bonny Sengupta: হিরো আলমের সঙ্গে তুলনা! নতুন হেয়ার স্টাইলে তুমুল ট্রোলড বনি...

Bonny Sengupta: এসএসসি দুর্নীতিতে ইডির ডাক পাওয়ার পর থেকেই বারংবার ট্রোলের মুখে পড়েছেন বনি সেনগুপ্ত। নিজেকে লিডিং মোস্ট হিরো দাবি করেই তাঁকে সমালোচনার মুখ পড়তে হয়েছে। সম্প্রতি নিজের নয়া হেয়ার স্টাইলের চোটে ট্রোলের শিকার অভিনেতা।

| Jun 16, 2023, 20:06 PM IST
1/5

ট্রোলড বনি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুন মাসের শুরুতেই নিজের চুলের স্টাইল বদলে ফেলেন বনি সেনগুপ্ত।  

2/5

ট্রোলড বনি

চুলের একাংশ সোনালী রঙ করেছেন অভিনেতা। বদলে ফেলেছেন লুক।  

3/5

ট্রোলড বনি

সম্প্রতি কৌশানীর সঙ্গে মলদ্বীপে ঘুরতে গিয়েছিলেন তিনি। ছবি পোস্ট করতেই শুরু কটাক্ষ।  

4/5

ট্রোলড বনি

বনির হেয়ার স্টাইল নিয়েই ট্রোল হতে হয় অভিনেতাকে। কেউ তাঁকে ‘লিডিং মোস্ট হিরো’ বলে কটাক্ষ করে, কেউ লেখেন, ‘রোদে চুল পুড়ে গেছে’. কেউ আবার তাঁকে ‘ছাপরি হিরো’ বলে কটাক্ষ করে।  

5/5

ট্রোলড বনি

কেউ আবার তাঁকে হিরো আলমের সঙ্গেও তুলনা করে।