Kartik Aryan-Sara Ali Khan Viral Photo: উদয়পুরে প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা! ফের ভাইরাল কার্তিক-সারার ছবি

| Feb 09, 2023, 16:40 PM IST
1/5

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল সারা আলি খান ও কার্তিক আরিয়ান।  

2/5

উদয়পুরে হঠাৎ দেখা দুই প্রাক্তনের। কার্তিকের পরনে ছিল সাদা টিশার্ট ও সারা আলির পরনে ছিল সাদা ক্রপ টপ ও কালো প্যান্ট।  

3/5

হাসিমুখে একে অপরের সঙ্গে আড্ডা দিতে দেখা গেল কার্তিক ও সারা আলি খানকে। তাঁদের ফের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ফ্যানেরা।  

4/5

শেহেজাদার প্রচারে উদয়পুরে হাজির হয়েছেন কার্তিক আরিয়ান।  

5/5

অন্যদিকে মায়ের সঙ্গে উদয়পুরে ছুটি কাটাতে গিয়েছেন সারা আলি খান। সেখানেই তাঁদের একে অপরের সঙ্গে দেখা।