Tollywood: টলিউডের সবুজায়ন! মিমি-নুসরত থেকে দিতিপ্রিয়া সবুজে মজে নায়িকারা...

| Sep 06, 2022, 22:00 PM IST
1/9

শুভশ্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালো রঙের পোশাক বরাবরই থাকে পছন্দের শিরোনামে, তবে বর্তমানে কালোকে সরিয়ে ট্রেন্ডে রয়েছে সবুজ। টলিউডের নায়িকারাও মেতেছে এই রঙে। সবুজ শাড়িতে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন শুভশ্রী। 

2/9

মিমি

কম যান না মিমিও। সবুজ রঙের ওয়েস্টার্ন গাউনে মোহময়ী মিমি ধরা দিলেন ফটোশ্যুটে। 

3/9

শ্রাবন্তী

এক চিলতে সবুজ দেখা যাচ্ছে শ্রাবন্তীর গায়ে, যদিও পুরো পোশাকের ছবি পোস্ট করেননি তাও বোঝাই যাচ্ছে গ্রিনেই মজে শ্রাবন্তী। 

4/9

নুসরত

নিয়ন গ্রিনে ক্যাজুয়াল লুকে নুসরতও নজর কাড়লেন। 

5/9

কৌশানী

সম্প্রতি মলদ্বীপ ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করেন কৌশানী, সেখানে তাঁকে দেখা গেল সবুজ পোশাকে। 

6/9

রুক্মিনী

ডান্স বাংলা ডান্স জুনিয়রের বিচারক রুক্মিনীও গোলাপি লেহেঙ্গার সঙ্গে ডান্স ফ্লোর মাতালেন সবুজ ব্লাউজে। 

7/9

দিতিপ্রিয়া

সবুজ রঙের জিন্সের জ্যাকেটে দিতিপ্রিয়ার ক্যাজুয়াল লুক ছিল নজরকাড়া। 

8/9

সুস্মিতা

দিতিপ্রিয়ার মতোই ক্যাজুয়াল লুকে ফ্রেমবন্দি সুস্মিতা। 

9/9

পায়েল

সম্প্রতি সীমান্ত ছবির প্রিমিয়ারে সাদা সবুজ কম্বিনেশনের পোশাকে নজর কেড়েছেন পায়েল সরকার।