Rabindra Sarobar: কেটে ফেলা হয়েছে প্রায় ৪ বিঘা জমির ঘাস, প্রতিবাদে সরব রবীন্দ্র সরোবরের প্রাতঃভ্রমণকারীরা

Apr 24, 2024, 09:34 AM IST
1/5

রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে ৮ নম্বর গেট দিয়ে ঢুকে বাঁদিকে তাকালেই দেখা যাবে প্রায় ৪ বিঘা জমিতে সমস্ত ঘাস কেটে বিভিন্ন জায়গায় ডাই করে রাখা। অথচ দিন পনেরো আগেও এখানে ঘাসের সবুজ গালিচা ছিল। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

2/5

গরমে ফুটবল আর শীতে ক্রিকেট খেলা ছিল নিত্য দিনের ঘটনা। হঠাৎ কেন কাটা হল ঘাস? নিরাপত্তা রক্ষীরা কাছে জানতে চেয়েছিলেন মর্নিং ওয়াকাররা। উত্তরে তারা জানতে পারেন এই জমি একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হবে। এখানে একটি ক্রিকেট লীগ অফিস এবং একাডেমি তৈরি হবে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল  

3/5

এরপরেই তারা সই সংগ্রহ শুরু করেন। চিঠি লেখেন জাতীয় উদ্যান রবীন্দ্র সরোববের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নোডাল সংস্থা KMDA কে। একাধিক চিঠিতেও কোনো সদুত্তর না মেলায় নিজেরাই আজ নেমে পড়েন ব্যানার প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

4/5

রবীন্দ্র সরোবর জাতীয় সম্পত্তি। এর ভিতর যেকোনো চরিত্রগত পরিবর্তন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের অনুমোদন সাপেক্ষ। সেই অনুমোদন আদৌ নেওয়া হয়নি বলে প্রাতঃভ্রমণকারীদের দাবি। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল  

5/5

সরোবর চত্বরে লাগানো রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এয়ার কোয়ালিটি ডিসপ্লে বোর্ড প্রায় আড়াই বছর ধরে খারাপ। একাধিক সাইক্লোনের পরেই বেশ কিছু সিসিটিভি ক্যামেরা একবার খারাপ হলে তা সরানোর কোনও নামগন্ধ নেই। এরকম নানাবিধ অভিযোগ রবীন্দ্র সরোবর বাঁচাও কমিটির।-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল