Eden Gardens: ইডেনের গ্যালারিতে গলায় ফাঁস দিয়ে ঝুলছে কে! সপ্তাহের শুরুতেই বড় খবর খাস কলকাতায়

Dec 18, 2023, 10:00 AM IST
1/5

ঝুলন্ত দেহ ইডেনে

ঝুলন্ত দেহ ইডেনে

অয়ন ঘোষাল: সোমবার সকাল প্রায় ৭.৩০টা নাগাদ ইডেন থেকে জানা যায় এক মর্মান্তিক ঘটনার খবর। ইডেন গার্ডেনের সিএবি-এর গ্রাউন্ড স্টাফদের মধ্যে একজন দৈতারি বারিক ফোন করে কর্তৃপক্ষকে একটি আত্মহত্যার খবর জানান। জানা গিয়েছে কলকাতার ইডেন গার্ডেনের কে ব্লকের উপরের টায়ারে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহননের এই ঘটনা ঘটেছে।

2/5

কে ধনঞ্জয় বারিক

কে ধনঞ্জয় বারিক

জানা গিয়েছে যে নিহত ব্যক্তির নাম ধনঞ্জয় বারিক। তাঁর বয়স ২১ বছর। নিহতের বাবার নাম গণেশ চন্দ্র বারিকে। আরও জানা গিয়েছে যে নিহত ধনঞ্জয়ের বাড়ি ওড়িশার ভদ্রক জেলার পলাসি গ্রামে।

3/5

মাঠকর্মীর ছেলে

মাঠকর্মীর ছেলে

জানা গিয়েছে,  তিনি স্টাফ কোয়ার্টারে বাবা এবং কাকার সঙ্গে থাকতেন। বাবা ও কাকা দুজনেই ইডেনের মাঠকর্মী।

4/5

প্রাথমিক অনুমান কী?

প্রাথমিক অনুমান কী?

ইডেন গার্ডেনের কে ব্লকের ভিতর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী গ্রাউন্ড স্টাফ এর আত্মীয়। নিজেও গ্রাউন্ড স্টাফ-এর চাকরি পাওয়ার চেষ্টা চালাচ্ছিল বলে জানা গিয়েছে। কোনও ভাবেই চাকরি পায়নি সে। হতাশা থেকে এমন কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। 

5/5

হবে পোস্টমর্টেম

হবে পোস্টমর্টেম

উল্লেখ্য যে গতকাল থেকে তার নিখোঁজ হওয়ার বিষয়ে ময়দান থানায় একটি নিখোঁজ জিডি করা হয়েছিল। এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। মৃতদেহের পোস্টমর্টেম হবে বলে জানা গিয়েছে।