Shah Rukh Khan at Eden| KKRvsRCB: KKR-র ম্যাচ দেখতে ইডেনে শাহরুখ, ফ্যানেদের আবদারে নাচলেন 'ঝুমে জো পাঠান'

| Apr 06, 2023, 22:34 PM IST
1/12

ইডেনে শাহরুখ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেকেআরের ম্যাচে তাঁর দিকে ক্যামেরা ঘোরানো মাত্রই ইডেন জুড়ে জয়ধ্বনি ‘শাহরুখ...শাহরুখ...’।  

2/12

ইডেনে শাহরুখ

বৃহস্পতিবার ইডেনে বিরাটের আরসিবি-র বিরুদ্ধে খেলতে নেমেছে কেকেআর।  

3/12

ইডেনে শাহরুখ

সেই ম্যাচ দেখতে মুম্বই থেকে এদিন কলকাতা আসেন শাহরুখ খান।  

4/12

ইডেনে শাহরুখ

তবে শাহরুখ একা নন, ম্যাচ দেখতে শাহরুখের সঙ্গেই আসেন কন্যা সুহানা খান।  

5/12

ইডেনে শাহরুখ

সুহানা ছাড়াও ম্যাচ দেখতে আসেন তাঁর প্রিয় বন্ধু শানায়া কাপুর।  

6/12

ইডেনে শাহরুখ

এদিন শাহরুখের পরনে ছিল তাঁর পছন্দের কালো পুলওভার, চোখে নাইটগ্লাস।  

7/12

ইডেনে শাহরুখ

পাঠানকে এক ঝলক দেখতে তখন অনেকেরেই চোখে কর্পোরেট বক্সে।  

8/12

ইডেনে শাহরুখ

ফ্যানেদের অভিনন্দন জানাতে কখনও হাত জোর করলেন, কখনও আবার হাত নাড়ালেন।  

9/12

ইডেনে শাহরুখ

ফ্যানেদের উদ্দেশ্যে ক্রমাগত ছুঁড়ে দিলেন ফ্লাইং কিস।  

10/12

ইডেনে শাহরুখ

কখনও আবার থাম্পস আপ দেখিয়ে শাহরুখ জানান দিলেন যে জয় আসন্ন।  

11/12

ইডেনে শাহরুখ

তবে কখনও কখনও শাহরুখের মুখে চোখে দেখা গেল টেনশন।  

12/12

ইডেনে শাহরুখ

সবমিলিয়ে ক্রিকেট জ্বরের পাশাপাশি ইডেনে দেখা গেল শাহরুখ ফিভারও।