Bubly-Saurav | Flashback: এপার বাংলা-ওপার বাংলার মিলন! একসঙ্গে ধরা দিলেন সৌরভ বুবলী...

Flashback: প্রথমবার ফ্ল্যাশব্যাক ছবি থেকে সৌরভ এবং বুবলীর একসঙ্গে ছবি সামনে এল। অভিনেত্রী নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়া মাধ্যমে পোস্ট করেছেন।

Jan 27, 2024, 14:47 PM IST
1/7

ফ্ল্যাশব্যাক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমবার টলিউড ইন্ডাস্ট্রীতে দেখতে পাওয়া যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীকে।

2/7

ফ্ল্যাশব্যাক

ছবির নাম ‘ফ্ল্যাশব্যাক’। ছবির কেন্দ্র চরিত্রে বুবলীর পাশাপাশি অভিনয় করছেন তাবড় দুই অভিনেতা সৌরভ দাস এবং কৌশিক গাঙ্গুলি।

3/7

ফ্ল্যাশব্যাক

এই ৩ প্রধান চরিত্রের জীবনের গল্প বলবে ছবি ‘ফ্ল্যাশব্যাক’। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক রাশেদ রাহা।

4/7

ফ্ল্যাশব্যাক

প্রথমবার সৌরভ এবং বুবলীর একসঙ্গে ছবি সামনে এল। অভিনেত্রী নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়া মাধ্যমে পোস্ট করেছেন।

5/7

ফ্ল্যাশব্যাক

‘ফ্ল্যাশব্যাক’ ছবির প্রযোজক নারায়ন চ্যাটার্জী এবং কাজি জাফরিন মুন। বুবলীর পাশাপাশি পরিচালক রাশেদ রাহারও এটি টলিউডে প্রথম সিনেমা।

6/7

ফ্ল্যাশব্যাক

এর আগে এক ইন্টারভিউতে বুবলীকে তাঁর এই টলিউডের প্রথম কাজ নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘২০২৪ সালটা আমার কাছে খুবই স্পেশাল। টলিউডে এটা আমার প্রথম কাজ।‘

7/7

ফ্ল্যাশব্যাক

তিনি আরও যোগ করেন, ‘এতদিন দূর থেকে ভালোবাসা পেয়েছি, এবার এই সিনেমার মাধ্যমে আমি টলিউডের দর্শকদের কাছে আসতে পারছি।‘