মহাকাশে ধরা পড়ল অদ্ভুৎ আলোকোজ্জ্বল ‘প্রজাপতি’! কী এটা? জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

| Aug 02, 2020, 14:03 PM IST
1/5

সম্প্রতি এমনই অদ্ভুৎ দৃশ্য ধরা পড়ল জ্যোতির্বিজ্ঞানীদের টেলিস্কোপে। মেঘমুক্ত আকাশে সৌরজগতের ছায়াপথ মিল্কিওয়েতে আলোকোজ্জ্বল, বর্ণময় একটি ‘প্রজাপতি’র মতো আকারের কিছু একটা জিনিস টেলিস্কোপের সাহায্যে দেখতে পান জ্যোতির্বিজ্ঞানীরা।

2/5

সম্প্রতি এমনই অদ্ভুৎ দৃশ্য ধরা পড়ল জ্যোতির্বিজ্ঞানীদের টেলিস্কোপে। মেঘমুক্ত আকাশে সৌরজগতের ছায়াপথ মিল্কিওয়েতে আলোকোজ্জ্বল, বর্ণময় একটি ‘প্রজাপতি’র মতো আকারের কিছু একটা জিনিস টেলিস্কোপের সাহায্যে দেখতে পান জ্যোতির্বিজ্ঞানীরা।

3/5

ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরি (ESO) টেলিস্কোপে ধরা পড়েছে এই অদ্ভুৎ সুন্দর দৃশ্য। চোখ জুড়িয়ে যাওয়ার মতো এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন চিলির মহাকাশ বিজ্ঞানীরা।

4/5

এই ছবিতে যে আলোকোজ্জ্বল, বর্ণময় একটি ‘প্রজাপতি’ ধরা পড়েছে, সেটি আসলে নীহারিকাদের মাঝে মৃত তারার থেকে নির্গত হিলিয়াম, হাইড্রোজেনের মতো বিভিন্ন গ্যাসের সংমিশ্রণে তৈরি হওয়া একটি আলোকপিণ্ড!

5/5

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ৬,৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত মিল্কিওয়ের এমন ছবি তাঁরা এর আগে কখনও দেখেননি। বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই আলোকপিণ্ডের চারপাশে লালচে বর্ণের উজ্জ্বল আলো হাইড্রোজেন গ্যাসের ফলে তৈরি হয়েছে। এই গ্যাসের বলয়টির তাপমাত্রা অন্তত ১৮,০০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে গিয়েছে বলে অনুমান বিজ্ঞানীদের।