Sumona Chakravarti Photo: গোলাপি বিকিনিতে উষ্ণতা ছড়ালেন কপিল শর্মা শো-খ্যাত সুমনা, তুমুল শোরগোল নেটপাড়ায়...

Sumona Chakravarti Photo: দ্য কপিল শর্মা শোয়ের হাত ধরে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুমনার সাম্প্রতিক ছবি। 

Mar 21, 2023, 21:04 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন কপিল শর্মা শো খ্যাত অভিনেত্রী সুমনা চক্রবর্তী।

1/5

মঙ্গলবার গোলাপি বিকিনি পরে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।  

2/5

সমুদ্র সৈকতে হট পিঙ্ক বিকিনিতে ঝড় তুলেছেন অভিনেত্রী। বাঙালি কন্যে এ হেন লুক দেখে ঝড় উঠেছে নেটপাড়াতেও।  

3/5

অভিনেত্রী ভালো সময় কাটাচ্ছেন থাইল্যান্ডে, সেকথা নিজেই লিখেছেন। তবে কমেন্ট বক্স জুড়ে রাজ করছেন কপিল শর্মা।  

4/5

অনস্ক্রিন বউকে কী এই লুকে দেখেছে কপিল, মজা করে প্রশ্ন তুলেছেন ফ্যানেরা।  

5/5

কেউ লিখেছেন, ‘কপিল এই লুকে দেখলে আর নিন্দে করত না’। কেউ আবার লিখেছেন, ‘কপিল এমনিই বলেন। আপনি তো আগুন’।