Ballon d'Or 2023 Live Streaming: কখন কোথায় কীভাবে দেখবেন অনুষ্ঠান, শুধু এক ক্লিকেই সব আপডেট

How To Watch Ballon d'Or Ceremony allon d'Or 2023 Live Streaming On TV Mobile Laptop: আর কয়েক ঘণ্টা পরেই শুরু ব্য়ালন ডি'অর অনুষ্ঠান। কখন কোথায় কীভাবে দেখবেন এই অনুষ্ঠান, শুধু এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট

Updated By: Oct 30, 2023, 05:37 PM IST
Ballon d'Or 2023 Live Streaming: কখন কোথায় কীভাবে দেখবেন অনুষ্ঠান, শুধু এক ক্লিকেই সব আপডেট
মেসিই কি জিতবেন ফের ব্যালন ডি'অর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার অবসান। ক্যালেন্ডার বলছে আজ ৩০ অক্টোবর। যার মানে দুয়ারে ব্যালন ডি'অর অনুষ্ঠান (Ballon d'Or 2023)। আর কয়েক ঘণ্টা পরেই প্যারিসে বসবে চাঁদের হাট। ৬৭ তম ব্যালন ডি'অর অনুষ্ঠান উপলক্ষ্যে ফ্রান্সের রাজধানীতে আসবেন বিশ্বের তাবড় ফুটবলাররা। ১৮০ জন সাংবাদিকের ভোটের ভিত্তিতে তুলে দেওয়া হবে ব্যালন ডি'অর অনুষ্ঠান। এবার মনোনীত ৩০ ফুটবলার। ব্যালন ডি'অর জেতার দৌড়ে রয়েছেন লিয়োনেল মেসি ( Lionel Messi) ও আর্লিং হাল্যান্ড (Erling Haaland)। তবে ফুটবলবিশ্ব বলছে, আর কেউ নন, খোদ মেসিই অষ্টমবারের জন্য় পেতে চলেছেন এই পুরস্কার। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর জন্য়ই বাঁ-পায়ের মায়েস্ত্রোর হাতে তুলে দেওয়া হবে  ব্যালন ডি'অর। এমনটাই জোর খবর। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯,ও ২০২১ সালে মেসি জিতে ছিলেন ব্যালন ডি'অর।

কবে Ballon d'Or 2023 অনুষ্ঠান হবে?
Ballon d'Or 2023 অনুষ্ঠান ৩০ অক্টোবর (সোমবার) অর্থাৎ আজ হবে

কোথায় Ballon d'Or 2023 অনুষ্ঠান হবে?
Ballon d'Or 2023 অনুষ্ঠান হবে প্যারিসের থিয়েটার দু শ্যাটেলেটে।

কখন Ballon d'Or 2023 অনুষ্ঠান হবে?
Ballon d'Or 2023 অনুষ্ঠান শুরু হবে রাত এগারোটা থেকে। চলবে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত।

টিভি-তে কোন চ্যানেলে Ballon d'Or 2023 অনুষ্ঠান সম্প্রচারিত হবে?
Ballon d'Or 2023 অনুষ্ঠান টিভি-তে সম্প্রচার করবে Sony Sports Network। দেখা যাবে Sony Sports TEN 2 চ্যানেল।
 
 অনলাইনে কোন প্ল্যাটফর্ম Ballon d'Or 2023 অনুষ্ঠান লাইভ স্ট্রিম করবে?

 Ballon d'Or 2023 অনুষ্ঠান SonyLIV এ দেখাবে।

২০২২ সালে ব্যালন ডি'অর জিতেছিলেন করিম বেঞ্জেমা। ২০২১-২২ মরসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ , লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতানোর নেপথ্যের কারিগর ছিলেন বেঞ্জেমা। সাদা জার্সিতে ফুল ফুটিয়েছিলেন ফরাসি ফুটবলার। ৪৬ ম্যাচে তাঁর পা থেকে এসেছিল ৪৪ গোল। ১০টি গোল করাতে রেখেছিলেন নিজের অবদান। ৩৪ বছরের ফুটবলার লা-লিগায় করেছিলেন ২৭ গোল। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন ১৫ বার বল তে-কাঠিতে পাঠিয়ে। এর মধ্যে প্যারিস সাঁ জাঁ ও চেলসির বিরুদ্ধে ছিল হ্যাটট্রিক।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.