করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ধোনির বাবা-মা, দেখা হল না মাহির

রাঁচির একটি বেসরকারি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে

Updated By: Apr 21, 2021, 11:28 AM IST
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ধোনির বাবা-মা, দেখা হল না মাহির

নিজস্ব প্রতিবেদন: এবার করোনা আক্রান্ত হলেন ধোনির মা দেবকি দেবী ও বাবা পান সিং।  বুধবার মুম্বইতে কেকেআরের বিরুদ্ধে মাঠে নামবেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তাঁর টিম। কিন্তু তার আগেই এল দুঃসংবাদ। সূত্রের খবর, ইতিমধ্যেই রাঁচির একটি বেসরকারি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: IPL 2021: ১২ লক্ষ টাকা জরিমানা রোহির শর্মার, আগামীতে ব্যানও হতে পারেন

আমজনতা, মন্ত্রী থেকে সিনেমা ইন্ডাস্ট্রি, করোনার দ্বিতীয় ওয়েভে আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দর্শকশূন্য মাঠে চলছে আইপিএল (IPL 2021) । কিন্তু এবার আক্রান্ত হলেন ধোনির মা-বাবা। রাঁচির পাল্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। বয়স খানিকটা উদ্বেগ বাড়াচ্ছে সকলের। কিন্তু সবচেয়ে খারাপ লাগার যেটি, এই অবস্থায় মা-বাবার সঙ্গে দেখা পর্যন্ত করতে পারবেন না মাহি। কারণ আইপিলের  নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালীন বায়ো-বাবল ছেড়ে কেউ বেরোতে পারবেন না। পারফরম্যান্স নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন এই পরিস্থিতিকতে মাঠে নিজেকে সামলে রাখা বড় চ্যালেঞ্জ ক্যাপ্টেন কুলের পক্ষে। 

.