ICC World Cup 2019: জাদেজা-ধোনির লড়াই কাজে এল না, ফাইনালে নিউ জিল্যান্ড

ধোনিকে দুরন্ত রান আউট করে নিউ জিল্যান্ডকে কার্যত বিশ্বকাপের সেমি ফাইনালে তুললেন মার্টিন গাপ্টিল।

Updated By: Jul 10, 2019, 07:40 PM IST
ICC World Cup 2019: জাদেজা-ধোনির লড়াই কাজে এল না, ফাইনালে নিউ জিল্যান্ড

নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপের সেমি-ফাইনালে কিউইদের ২৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের গর্বের ব্যাটিং লাইনআপ। রোহিত শর্মা, বিরাট কোহলিরা শুরুতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এমন। কিন্তু সেমিফাইনালেই ফ্লপ বিরাট, রোহিতের ব্যাট। শুরুতেই আউট হয়ে ফেরেন বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। এক রানে আউট হন হিটম্যান। এরপর বিরাটও ১ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। শেষবার রোহিত ও বিরাট দুজনেই এক অঙ্কের ঘরে আউট হয়েছিলেন ২০১৭ সালে। ইংল্যান্ডেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে পর্যুদস্ত হয়েছিল ভারত। দু বছর পর ফের দুই ব্যাটসম্যান আউট হলেন এক অঙ্কের ঘরে।

২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে বিরাট করেছিলেন ৫ রান। শূন্য রানে ফিরেছিলেন রোহিত শর্মা। এরপরই শুরু হয় ভারতের ব্যাটিং বিপর্যয়। বলার মতো রান করেন ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ডিয়া।  ৩২ রানে আউট হয়ে ফিরে যান পন্থ।  এদিকে ৬২ বলে ৩২ রান করেন হার্দিক পাণ্ডিয়া। তবে লড়াই চালিয়ে যান ধোনি-জাদেজা জুটি। দুরন্ত ৭৭ রান করলেন রবীন্দ্র জাদেজা। সঙ্গে মহেন্দ্র সিং ধোনির ৫০। ধোনিকে দুরন্ত রান আউট করে নিউ জিল্যান্ডকে কার্যত বিশ্বকাপের সেমি ফাইনালে তুললেন মার্টিন গাপ্টিল। ২২১ রানে অল আউট ভারত। ১৮ রানে ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে চলে গেল।

ম্যাঞ্চেস্টারে বৃষ্টি বিঘ্নিত দু'দিনের সেমি-ফাইনাল! মঙ্গলবারের ম্যাচ গড়ায় বুধবার। মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউ জিল্যান্ড। গতকাল বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় স্কোরবোর্ডে ৪৬.১ ওভার শেষে কিউইদের রান ছিল ২১১/৫। বুধবার রিজার্ভ ডে-তে এখান থেকেই শুরু হয় খেলা। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান করে নিউ জিল্যান্ড। ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ২৪০ রানের। 

.