জল নামতেই ভাঙন শুরু চাকদহে

Updated By: Aug 2, 2017, 06:08 PM IST
জল নামতেই ভাঙন শুরু চাকদহে

ওয়েব ডেস্ক: জল নামতেই নতুন করে ভাঙন শুরু হয়েছে নদিয়ার চাকদহে। সরাটি গ্রাম পঞ্চায়েতের চারটি গ্রামে ব্যাপক হরে ভাঙছে গঙ্গার পার। প্রায় সাড়ে চার কিলোমিটার এলাকাজুড়ে চলছে ভাঙন। চাঁদুড়িয়া গ্রাম পঞ্চায়েতের গৌরনগর এলাকায় ভেঙে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি। বিঘার পর বিঘা চাষের জমি চলে গিয়েছে গঙ্গাগর্ভে। ভাঙন আতঙ্কে দিন কাটছে আরও পঞ্চাশটি পরিবারের। অনেকেরই মাথা গোঁজার ঠাঁইটুকু পর্যন্ত নেই। ক্ষোভ রয়েছে ত্রাণ নিয়েও।

অন্য দিকে, ধীরে ধীরে জল সরছে ঘাটালে। তবে এখনও বহু গ্রাম জলবন্দি। দাসপুরে একতলা সব বাড়িই প্রায় জলের তলায়। শুরু হয়েছে প্রতাপপুরের বাঁধ মেরামতির কাজ।

.