আজকাল প্রায় প্রত্যেকেই ওটিটি প্ল্যাটফর্মে নানান সিরিজ দেখে থাকি, তবে এই ৮ সিরিজ যদি আপনি দেখে থাকেন, তাহলে করছেন অনেক কিছু মিস।

সাপ্নে ভার্সেস এভরিওয়ান

তালিকার প্রথমেই আছে এই সিরিজ, তবে সবথেকে ভালো বিষয় এই সিরিজ আপনি দেখতে পাবেন ইউটিউবেই।

স্ক্যাম ১৯৯২

সোনি লিভের এই সিরিজ দেখলে তা আপনার ভালো লাগতে বাধ্য, IMDb রেটিং ৯.৩।

অ্যাসপিব়্যান্টস্

জীবনের লক্ষ্যে স্থির থাকতে গেলে এই সিরিজ আপনার জন্য খুবই ভালো, দেখতে পাবেন অ্যামাজন প্রাইমে।

পিচার্স

IMDb রেটিং ৯.১, এই সিরিজ আপনি দেখতে পাবেন জি ফাইভে। অপছন্দের কাজ ছেড়ে নিজের কিছু শুরু করার গল্প এটি।

কোটা ফ্যাক্টরি

এই সিরিজ ভারতের প্রথম ব্ল্যাক অ্যান্ড ওয়াইট সিরিজ, JEE পরীক্ষার্থীর জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছে, তাঁদের জন্য এই সিরিজ সেরা। নেটফ্লিক্সে দেখতে পাবেন এই সিরিজ।

গুললাক

পরিবারে মানুষগুলির মধ্যের সমীকরণ বুঝতে এই সিরিজের থেকে ভালো কিছু হয় না, IMDb রেটিং ৯.১।

ইয়ে মেরি ফ্যামিলি

গরমের ছুটি হোক কিংবা শীতের ছুটি, ছোটবেলার মূহূর্ত গুলিতে ফিরে যেতে এই সিরিজ উপযুক্ত।

স্পেশাল ওপস

হটস্টারের এই সিরিজের IMDb রেটিং ৮.৬। একেবারে অন্যধরনের এই সিরিজের গল্প আপনাকে মুগ্ধ করবে।

VIEW ALL

Read Next Story