আলিয়ার রামায়ণ শাড়ি

২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় হাজির ছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর।

আলিয়ার রামায়ণ শাড়ি

বিশেষ এই দিন অভিনেত্রী পরনে ছিল বিশেষ এক শাড়িও। যা ফলে নেটপাড়ায় ভাইরাল হয়ে পড়েন অভিনেত্রী।

আলিয়ার রামায়ণ শাড়ি

আলিয়ার শাড়ির পাড় তৈরি রামায়ণের থিমে। যেখানে শ্রীরাম, হনুমান এবং রাম সেতু-র এমব্রয়ডারি করা ছবি চিত্রিত করা আছে।

আলিয়ার রামায়ণ শাড়ি

অভিনেত্রীর স্টাইলিস্ট শাড়িটির একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

আলিয়ার রামায়ণ শাড়ি

ছবি শেয়ারের সঙ্গে তিনি ক্যাপশনে শাড়িটির বিস্তারিত বর্ণনা করেন।

আলিয়ার রামায়ণ শাড়ি

তিনি লেখেন, 'সাধারণ কিন্তু ঐতিহাসিক, আলিয়া নীল রঙের মাইসোর সিল্ক শাড়ি পরেন। যার আঁচলে রামায়ণের গুরুত্বপূর্ণ পর্বগুলি হাতে আঁকা।

আলিয়ার রামায়ণ শাড়ি

হরধনু ভঙ্গ, রাজা দশরথের প্রতিজ্ঞা, সোনার হরিণ, সীতাহরণ, রামসেতু, ভগবান হনুমান মা সীতাকে আংটি দেখালো, রামর অভিষেক।'

আলিয়ার রামায়ণ শাড়ি

অভিনেত্রী তাঁর স্টাইলিস্টের পোস্টটি শেয়ার করে লেখেন, 'এই পটচিত্র শাড়িটি তৈরি করতে ১০০ ঘণ্টা সময় লেগেছে।'

আলিয়ার রামায়ণ শাড়ি

ফ্যানেদের নজর আলিয়ার শাড়ির দিকে যাওয়া মাত্রই নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় অভিনেত্রীর ছবি।

VIEW ALL

Read Next Story