২০২৪ সফর

এড শিরান ১৬ মার্চ তাঁর +-=/x ট্যুরের অংশ হিসাবে, মুম্বাইতে পারফর্ম করতে প্রস্তুত। জানতে পারা যাচ্ছে এবার কপিল শর্মার শো-তেও দেখতে পাওয়া যাবে তাঁকে।

২০২৪ সফর

পারফরম্যান্সের আগে ইতিমধ্যেই বেশ কিছু তারকার সঙ্গে তিনি সময় কাটিয়েছেন, যার মধ্যে অন্যতম কিং খান।

২০২৪ সফর

গত রাতে, কৌতুক অভিনেতা এবং অভিনেতা কপিল শর্মা গায়ককে হোস্ট করেছিলেন এবং পার্টিতে উপস্থিত ছিলেন রাকুল প্রীত সিং এবং স্বামী জ্যাকি ভাগনানিও।

২০২৪ সফর

উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলা, আহান পান্ডে এবং অন্যান্য সেলিব্রিটিরা।

২০২৪ সফর

রাকুল প্রীত সিং স্বামী জ্যাকি ভাগনানিও গায়ক এড শিরানের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন।

২০২৪ সফর

বেশ কিছুদিন আগে নিজের সঙ্গে এড শিরানের ছবি পোস্ট করেছেন আয়ুষ্মান খুরানাও।

তবে নজর কেড়েছে বিগ বস ১৭-এর বিজেতা মুনাওয়ার ফারুকিও।

২০২৪ সফর

অহন পান্ডেও এড শিরানের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন।

২০২৪ সফর

এড শিরান এর আগে ২০১৭ সালে ভারত সফর করেছিলেন এবং তিনি তাঁর প্রথম ইন্ডিয়া কনসার্টের পরে বলিউড সেলিব্রিটিদের সঙ্গে পার্টিতে অংশ নিয়েছিলেন।

VIEW ALL

Read Next Story