প্রোপেজ ডে

অনেকের পক্ষেই সম্ভব হয় না একসঙ্গে ভ্যালেন্টাইন উইক পালন করার। এই উপায় গুলির সাহায্যে উদযাপন করতে পারেন প্রোপেজ ডে।

হাতে লেখা চিঠি

প্রথমেই সবথেকে সহজ উপায় অবলম্বন করুন, মনের মানুষকে পাঠান হাতে লেখা চিঠি এবং ফুল। এই উপহার আপনার প্রিয় মানুষকে খুশি করতে বাধ্য।

বিশেষ মুহূর্তের ছবি

প্রিয় মানুষের জন্য বানাতে পারেন একটি ভিডিয়ো যেখানে ব্যবহার করুন আপনাদের বিশেষ মুহূর্তের ছবি। শেষে জানান আপনার মনের কথা।

ঘর সাজান

আজকাল প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, তাই নিজের ঘরকে প্রিয় মানুষের জন্য সাজান এবং তা ভিডিয়ো কলের মাধ্যমে দেখান আপনার প্রিয় মানুষকে।

প্রিয় গান

বানাতে পারেন একটি গানের প্লে লিস্ট, যেখানে রাখুন নিজেদের প্রিয় গান। এই গানই পারে আপনাদেরকে দুরে থেকেও এক করতে।

পছন্দের খাবার

প্রিয় মানুষের পছন্দের খাবার অর্ডার করুন দুর থেকেই, এই সারপ্রাইজের সঙ্গেই বলে দিন আপনার মনের কথা।

ভিডিয়ো

আপনি যদি ক্যামেরা ফ্রেন্ডলি হন, তাহলে নিজের একটি ভিডিয়ো বানিয়ে তা পোস্ট করে দিন সোশ্যাল মিডিয়াতে। নিজের মনের কথা জানান সকলকে সঙ্গে নিয়েই।

পছন্দের জিনিস

প্রিয় মানুষকে দিন তাঁর পছন্দের জিনিস, আপনাকে কাছে না পেলেও হঠাৎ করে নিজের পছন্দের জিনিস পেলে খুশি হবে সেও।

পৌঁছে যান তার কাছাকাছি

জেনে রাখুন একটি মজার আইডিয়াও, যদি সম্ভব হয় তবে আপনার প্রিয় মানুষকে না জানিয়েই পৌঁছে যান তার কাছাকাছি।

VIEW ALL

Read Next Story