দিব্যা পাহুজা হত্যাকাণ্ড

প্রাক্তন মডেল দিব্য়া পাহুজাকে 2 জানুয়ারি গুরুগ্রামে এক হোটেলে গুলিবিদ্ধ করে খুন করা হয়।

দিব্যা পাহুজা হত্যাকাণ্ড

এই খুনের প্রতিটি পদক্ষেপ দেখলে কোনও অংশে তা কোনও সিনেমার স্ক্রিপ্টের থেকে কম লাগবে না।

দিব্যা পাহুজা হত্যাকাণ্ড

মডেলের পরিবার সূত্রে খবর, জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে।

দিব্যা পাহুজা হত্যাকাণ্ড

তাঁকে শেষবারের মত দেখতে পাওয়া গেছিল কিছু বন্ধুবান্ধব এবং যে হোটেলে তিনি খুন হয়েছেন সেই হোটেলের মালিক অভিজিৎ সিং-এর সঙ্গে।

দিব্যা পাহুজা হত্যাকাণ্ড

খুনের দিনও তাঁকে হোটেলের মালিকের সঙ্গে শেষবারের মতো দেখতে পাওয়া গেছিল।

দিব্যা পাহুজা হত্যাকাণ্ড

তার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃতদেহ দুজন মানুষকে হোটেলের করিডোর থেকে টেনে নিয়ে যেতে দেখা যায়।

দিব্যা পাহুজা হত্যাকাণ্ড

অভিযোগ, পঞ্জাবি এই মডেলকে খুন করেন হোটেল মালিক অভিজিৎ সিং।

দিব্যা পাহুজা হত্যাকাণ্ড

সন্দীপ গাদোলি নামক এক গ্যাংস্টারের ভুয়ো এনকাউন্টার মামলায় বিগত ৭ বছর ধরে জেলে ছিল দিব্যা।

দিব্যা পাহুজা হত্যাকাণ্ড

আপাতত জামিনে মুক্ত ছিল। আর জামিনে থাকাকালীনই খুন হল দিব্যা।

VIEW ALL

Read Next Story