কাশ্মীর

কাশ্মীর মানেই তুষারপাত, বরফের খেলা। কিন্তু সেইসবই এখন অতীত।

কাশ্মীর উপত্যকা

এই শীতে কাশ্মীর উপত্যকায় তুষারপাতের পরিমাণ নেই বললেই চলে।

তুষারহীন শীত

কাশ্মীরের তুষারহীন শীত, সেখানকার পর্যটনকে ক্ষতিগ্রস্ত করেছে।

সোনমার্গ এবং গুলমার্গ

জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, সোনমার্গ এবং গুলমার্গের মতো পর্যটন গন্তব্যে তুষারপাতের পরিমাণ নগণ্য।

সিমলা এবং মানালি

হিমাচল প্রদেশের সিমলা এবং মানালিতেও একই অবস্থা, সেখানেও তুষারপাত হয়নি।

উত্তরাখন্ডের আউলি

এমনকি উত্তরাখন্ডের আউলিতেও এখনও তুষারপাত হয়নি।

কাশ্মীর উপত্যকা

শুধু কাশ্মীর উপত্যকা নয়, এমনকি লাদাখের জায়গাগুলোতেও স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা দেখা গেছে।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে লিখেছেন, "শীতকালে গুলমার্গকে এত শুষ্ক দেখিনি...।’

পর্যটন শিল্প

এই অঞ্চল গুলির পর্যটন শিল্প এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের সঙ্গে যুক্ত লোকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

VIEW ALL

Read Next Story