অজানা দিক

ফোনে হোয়াটসঅ্যাপে আমরা সকলেই ব্যবহার করি, কিন্তু জানেন হোয়াটসঅ্যাপের এই অজানা দিক গুলি।

যোগাযোগ

হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলের মাধ্যমে আমরা কাছে হোক বা দুরে, সব মানুষের সঙ্গে যোগাযোগ করি।

স্ক্রিন শেয়ার

তবে জানেন কি যে ভিডিয়ো কল চলাকালীন আপনি করতে পারেন স্ক্রিন শেয়ারও। ‘স্ক্রিন শেয়ার’ অপশানে ক্লিক করেই করতে পারেন এই কাজ।

ভয়েস ম্যাসেজ

মাইক্রোফোন বোতামে লঙ্গ প্রেস করে আমরা ভয়েস ম্যাসেজ পাঠাই, তবে কখনও পাছিয়েছেন ভিডিয়ো ম্যাসেজ?

ভিডিয়ো ম্যাসেজ

মাইক্রোফোন বোতামে একবার ক্লিক করলেই দেখতে পাবেন ক্যামেরা আইকন, যার সাহায্যে পাঠাতে পারবেন ভিডিয়ো ম্যাসেজ।

প্রাইভেট

প্রিয় মানুষের সঙ্গে বলা কথা রাখতে চান প্রাইভেট, তাহলে ব্যবহারর করুন চ্যাট লক।

চ্যাট লক অপশন

যে চ্যাটটি আপনি লক করতে চান, সেটির ওপর করুন লঙ্গ প্রেস, তাহলেই ওপরের কোণে দেখতে পাবেন তিনটি ডট, সেখানেই আসবে চ্যাট লক অপশন।

‘ব্যাক আপ’

‘ব্যাক আপ’ অপশনের কথা নিশ্চই জানেনই, তবে না জেনে থাকলে জেনে রাখুন যে এই অপশন অন করা থাকলে আপনার চ্যাট কখনও ডিলিট হবে না।

চ্যাট প্রাইভেসি

সম্প্রতি হোয়াটসঅ্যাপে এসেছে এমন এক ফিচার যার সাহায্যে আপনি সহজেই নিজের চ্যাটের প্রাইভেসির দিকে নজর রাখতা পারবেন।

VIEW ALL

Read Next Story